Latest News

নতুন বিনিয়োগ করলেই ১০ বছরের জন্য করছাড় দেওয়ার ভাবনা বাণিজ্যমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো : লকডাউনের ফলে গত দু’মাস ধরে থমকে রয়েছে অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, করোনা অতিমহামারীর পরেই বিশ্ব জুড়ে আসছে মন্দা। এই অবস্থায় ভারতের অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য নতুন প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রক। একটি সূত্রে খবর, ওই মন্ত্রক প্রস্তাব দিয়েছে, যে কোম্পানি ৫০ কোটি ডলার অর্থাৎ প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে, তাদের ১০ বছরের জন্য করছাড় দেওয়া হোক। বাণিজ্যমন্ত্রকের এই প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে অর্থমন্ত্রক।

বাণিজ্যমন্ত্রকের প্রস্তাবে নির্দিষ্ট করে বলা হয়েছে, কোনও সংস্থা যদি আগামী ১ জুনের পরে তিন বছরের মধ্যে বিনিয়োগ করে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, টেলিকমের যন্ত্রপাতি ও মূলধনী পণ্যের কারখানা গড়ে তুলতে চায়, তবেই ওই করছাড়ের সুযোগ পাবে।

বাণিজ্যমন্ত্রকের অপর একটি প্রস্তাবে বলা হয়েছে, যে কোম্পানি তাঁত, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও জুতো শিল্পে ১০ কোটি ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে, তাদের চার বছরের জন্য করছাড় দেওয়া হোক। তার পরের ছয় বছরে তাদের থেকে কর্পোরেট ট্যাক্স নেওয়া হোক মাত্র ১০ শতাংশ হারে। অর্থমন্ত্রক রাজি হলে তবেই এই প্রস্তাব কার্যকরী করা যাবে। অর্থমন্ত্রক এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

করোনা অতিমহামারীর জেরে বহু সংস্থাই চিন থেকে সরে আসার কথা ভাবছে। এই পরিস্থিতিতে তাদের সহজে জমি পাইয়ে দেওয়া ও করছাড়ের প্রস্তাব দিয়ে ভারতে টানতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। ভারতের অর্থনীতি এশিয়ায় তৃতীয় বৃহত্তম। চার দশকে এই প্রথম সংকুচিত হতে চলেছে তার আয়তন। লকডাউনের ফলে গত এপ্রিল মাসে ১২ কোটি ২০ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। দেশে বিভিন্ন পণ্যের চাহিদা ব্যাপক কমেছে। বাণিজ্যমন্ত্রক চায়, করছাড়ের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে বিনিয়োগ করতে উৎসাহ দেওয়া হোক। মূলত শ্রমনিবিড় শিল্পে বিনিয়োগে উৎসাহ দেওয়ার কথা বলেছে ওই মন্ত্রক।

You might also like