Latest News

করোনায় দেশে দৈনিক মৃত্যু প্রায় সাড়ে তিন হাজার, সামান্য বাড়ল সংক্রমণের হার

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ কিছুটা বাড়লেও আপাতত তা লাখের নীচে। গত একদিনে সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। যা বুধবারের তুলনায় সামান্য বেশি। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার।

বিহারে দৈনিক মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার গোটা দেশে কোভিডে মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছিল। শুক্রবার তা কমে গিয়ে সাড়ে ৩ হাজারের কাছাকাছি নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪০৩ জন।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, টেস্ট পজিটিভিটি রেটও কিছুটা কমেছে৷ আপাতত তা ৪.৪৮ শতাংশ। এই নিয়ে টানা পাঁচদিন পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে থাকল।

সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে তামিলনাড়ু। তালিকায় তারপরেই জায়গা করে নিয়েছে কেরল এবং মহারাষ্ট্র।

উল্লেখ্য, মহারাষ্ট্রের কোভিড নিয়ন্ত্রণ বেশ কিছুদিন ধরে চর্চায় উঠে এসেছে। কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। যদিও গতকাল এই ছবি পালটে গেছে। গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে মারা গেছেন ১ হাজার ৯১৫ জন। যা বিগত সপ্তাহে ৫০০-৬০০-এর আশপাশে ঘোরাফেরা করছিল।

You might also like