
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার তার আগের দিনের তুলনায় ১১ শতাংশ কম। বর্তমানে সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.৪৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫৯১ জন কোভিড রোগী। অতিমহামারী শুরু হওয়ার পরে এই নিয়ে দেশে মোট ৪ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ওঠার হার বর্তমানে ৯৭.৫৫ শতাংশ।
দীর্ঘ ৪০ দিন বাদে দেশে পরপর দু’দিন ৫০ হাজারের কম সংখ্যক মানুষ কোভিডে সংক্রমিত হলেন। এখনও পর্যন্ত দেশে ৭৫ কোটি টেস্ট করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৪ লক্ষ ১৫ হাজার ২৭৯ জনের। শনিবার দেশ জুড়ে মোট কোভিড ভ্যাকসিনের ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১ টি ডোজ দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হয়েছে ১৬ লক্ষ ৬৫ হাজার ৭৯২ টি ডোজ। বুস্টার শট নিয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৬৪ জন। টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত মোট ১৭২ কোটি ডোজ দেওয়া হয়েছে।