
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মান রাখলেন স্মৃতি মান্ধানা। তিনি আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
বিরাট কোহলি, রোহিত শর্মারা যেটি পারেননি, সেটাই করে দেখালেন ভারতের মহিলা দলের ওপেনার। তাঁকে আইসিসি সব ধরনের ক্রিকেট মিলিয়ে বর্ষসেরা নির্বাচিত করেছেন। এর আগে ঝুলন গোস্বামীও আইসিসি-র সেরা বর্ষসেরা অলরাউন্ডার হয়েছিলেন, এবার পেলেন ঝুলনেরই সতীর্থ এই নামী ক্রিকেটার।
India opening batter @mandhana_smriti named ICC Women's Cricketer 2021.
(file photo) pic.twitter.com/bkiRxlt9M9
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) January 24, 2022
তিন ফরম্যাট মিলিয়েই মান্ধানাই সেরা। এর আগেও বহু ভারতীয় মহিলা ক্রিকেটার এই সম্মান পেয়েছেন, কিন্তু মান্ধানাকে বাছা হয়েছে সব ধরনের ক্রিকেট মিলিয়ে, সেদিক থেকে তিনি সম্মানে বাকিদের থেকে এগিয়ে থাকলেন।
মহিলা ক্রিকেটে আইসিসি-র সর্বোচ্চ পুরস্কারের লড়াইয়ে এবার ছিলেন লিজেল লি, ট্যামি বিউমন্ট, গ্যাবি লুইসরাও। তবে বাকিদের পিছনে ফেলে এবছর রাচেল ফ্লিন্ট ট্রফি জিতলেন স্মৃতি। ব্যক্তিগত পুরস্কারে মান্ধানাই ভারতের একমাত্র খেতাবজয়ী। ভারতীয় দলের ওপেনারকে ইতিমধ্যেই আইসিসি তাদের বর্ষসেরা দলেও স্থান দিয়েছে।
২০২১ সালে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৮.৮৬ গড়ে ৮৫৫ রান করেছেন মান্ধানা। সেঞ্চুরি করেন ১টি, হাফ-সেঞ্চুরি ৫টি। সেই সুবাদেই মুম্বইয়ের এই ২৫বছর বয়সী বাঁহাতি ওপেনার মাথায় এই মুকুট উঠেছে।