Latest News

ভুটানকে ১২ গোলের মালা পরালেন ভারতের মেয়েরা, খেললেন কালনার সোনালিও

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সাফ ফুটবল (Saff Football) চ্যাম্পিয়নশিপে দাপিয়ে জিতলেন ভারতের (India) মেয়েরা। অনূর্ধ্ব ২০ এই ফুটবল আসরে ১২-০ গোলে হারাল ভুটানকে। সম্প্রতি ভারতের জুনিয়র মেয়েরা অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। এবার ফুটবলেও দাপট দেখালেন মেয়েরা।

ক্রিকেটের দলে বাংলার তিন কন্যা তিতাস সাধু, হৃষিতা বসু ও রিচা ঘোষ ছিলেন। ভারতের এই দলে বাংলা থেকে রয়েছেন কালনার মাঝমাঠের তারকা সোনালি সরেন। তিনি আদিবাসী সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন জাতীয় দলে।

এই খেলায় ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন তিন ফুটবলার। হ্যাটট্রিক করেছেন মেসার্স নেহা, অনিতা কুমারী ও লিন্ডা কম। বাকি তিনটি গোল নিতু লিন্ডা, সুমতি কুমারী, অপূর্ণা নার্জারির।

সারা ম্যাচে দারুণ খেলেছেন ভারতের মেয়েরা। এদিনের খেলায় নজর কাড়লেন কালনার ফুটবলার সোনালি। তাঁকে পরিবর্ত হিসেবে ব্যবহার করেছেন কোচ। বাংলাদেশের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচ রবিবার। এদিনের খেলায় বারবার চোখে পড়েছে ভারতীয় মেয়েরা বিপক্ষ দলের অফসাইড ট্র্যাপে পা দিচ্ছেন। এই ত্রুটি শুধরোতে না পারলে পরের ম্যাচগুলিতে সমস্যায় পড়বেন মেয়েরা।

সৌরভের বায়োপিকে অভিনয় করবেন ধোনিও! মুম্বইয়ে কথা হল দুই কিংবদন্তির 

You might also like