Latest News

ব্যাটিং বিপর্যয়! বাংলাদেশের মাটিতে একদিনের সিরিজ হার ভারতের

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মাটিতে সিরিজ হারতে হল রোহিতের ভারতকে। বাংলাদেশের ২৭১ রানে জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় ভারতের। শেষে রোহিত শর্মার চেষ্টাও ম্যাচ জেতাতে পারল না। থামতে হল ২৬৬ রানে। বাংলাদেশ সফরে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানে হার ভারতের (India vs Bangladesh)।

এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে ভারতীয় বোলিং দাপটের সামনে প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এনামুল হক (১১), লিটন দাস (৭), নাজমুল হাসান শান্ত (২১), শাকিব আল হাসান (৮), মুশফিকুর রহমান (১২)। তবে শেষের দিকে মামাদুল্লাহ (৭৭) ও মেহেদি হাসানের দুরন্ত ব্যাটিং বাংলাদেশকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। ওয়াশিংটন সুন্দর নেন ৩ উইকেট। উমরান মালিক ও মহম্মদ সিরাজ দুটি করে উইকেট পান। ৫০ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেট খুইয়ে তোলে ২৭১ রান।

এদিন ফিল্ডিংয়ে সময় চোট পান রোহিত শর্মা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে সুস্থ হয়ে ব্যাট করতে নামেন। তবে ওপেনিং করতে পারেননি রোহিত।

রোহিত না থাকায় এদিন শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করেন বিরাট কোহলি। কিন্তু মাত্র ১৩ রানের মাথাতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দুই ভারতীয় ওপেনার। এদিনের ম্যাচে রান পাননি কেএল রাহুলও (১৪)। একসময় ভারতের স্কোর হয়ে দাঁড়ায় ৬৫-৪। সেখান থেকে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে বড় রানের পার্টনারশিপ খেলেন শ্রেয়স আইয়ার।

শেষের দিকে রোহিত শর্মার ব্যাটে ঝড় তুললেও ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি। ৫ রানে হারতে হল ভারতকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিলেন সাকিব আল হাসানরা।

You might also like