
দ্য ওয়াল ব্যুরো : রাফায়েল বিতর্কে যখন কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে চাইছে কংগ্রেস তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি আরও বাড়ালেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঙ্কো ওঁল্যান্ডে। তিনি মিডিয়াপার্ট নামে এক ওয়েবসাইটে লিখেছেন, রাফায়েল জেট প্লেন কেনার সময় ভারত সরকারই ফ্রান্সকে অনুরোধ করেছিল, অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্স ইন্ডাস্ট্রিসকে যেন ডাসুল্ট এভিয়েশনের অংশীদার করা হয়। ডাসুল্ট এভিয়েশন নামে কোম্পানিটিই রাফায়েল বিমান তৈরি করে।
কংগ্রেসের অভিযোগ ছিল, রাফায়েল কেনার নাম করে মোদী সরকার বেআইনিভাবে অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিয়েছে। অন্যদিকে মোদী সরকার বার বার বলেছে, আমরা অনিল অম্বানিকে কোনও সুবিধা দিইনি। ফ্রান্সে যে সংস্থা ওই বিমান তৈরি করে, তারাই অনিলের সংস্থাকে পার্টনার হিসাবে বেঁচে নিয়েছিল।
স্বয়ং অনিল আম্বানি গত ডিসেম্বরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখে বোঝাতে চেষ্টা করেছিলেন, কেন ডাসুল্ট তাঁর সংস্থাকে অংশীদার করেছে। চিঠিতে বলা হয়েছিল, ওই ধরনের বিমানের যন্ত্রাংশ বানানোর যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে। রাফায়েল চুক্তি অনুযায়ী বিমানের নির্মাতা কোম্পানিকে ভারতে অন্তত ৩০ হাজার কোটি টাকার ব্যবসা করতে হবে। সেই চুক্তি অনুযায়ী ডাসুল্ট এদেশে রিলায়েন্স ইন্ডাস্ট্রিসকে রাফায়েলের যন্ত্রাংশ বানানোর অর্ডার দিয়েছিল।
অনিলের এই চিঠি পাওয়ার পরেও রাফায়েল নিয়ে সমালোচনা বন্ধ করেনি কংগ্রেস। তার ওপরে ওঁল্যান্ডে যা লিখেছেন, তাতে কংগ্রেসের বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গিয়েছে।অবশ্য অনিল আম্বানির সঙ্গে যোগাযোগ আছে ওঁল্যান্ডেরও। রাফায়েল নিয়ে মোদী সরকারের সঙ্গে মউ সই হওয়ার আগে অণিল আম্বানির সঙ্গে ওঁল্যান্ডের নিজের কোম্পানির একটি চুক্তি হয়। তাতে একটি ফিল্ম বানানোর কথা হয়েছিল।