Latest News

দুরন্ত সেঞ্চুরি অধিনায়ক যশের, অনবদ্য বাংলার রবিও, অজিদের চূর্ণ করে ফাইনালে ভারত

দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের টিকিট সহজেই পেয়ে গেল ভারতীয় দল। তারা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ৯৬ রানে হারাল সেমিফাইনাল ম্যাচে।

ভারতীয় দলের এই মেগা আসরে দারুণ ধারাবাহিকতা। তার চেয়েও বড় কথা, অজিরা ভারতীয়দের সামনে পড়লেই ল্যাজে গোবরে হয়ে থাকে, এবারও তার অন্যথা ঘটল না।  এই নিয়ে যুব বিশ্বকাপে টানা চারবার ফাইনালে গেল ভারতীয় দল।

বুধবার অ্যান্টিগার কুলিজে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে তারা তোলে ২৯০ রান পাঁচ উইকেটের বিনিময়ে। পরে ব্যাটিং করে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছে মাত্র ১৯৪ রানে, খেলতে পেরেছে ৪১.৫ ওভার।

ভারতকে ফাইনালে তোলার পিছনে সিংহভাগ অবদান অধিনায়ক যশ ধুলের। তিনি ১১০ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলে দলের রানকে পাহাড়প্রমাণ করেছেন। যশের ইনিংসে রয়েছে ১০টি চার ও একটি ছক্কা। যশকে যোগ্য সহায়তা করেছেন সতীর্থ ব্যাটসম্যান তিনে নামা শেখ রশিদ, তিনি ৯৪ রান করেন ১০৮ বলে। যার মধ্যে ৮টি চার ও একটি ছয় রয়েছে।

একটা সময় ভারতীয় দলের ৩৭ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে যশ ও রশিদ দু’জনে মিলে উদ্ধার করেন দলকে। না হলে বাকি তিন ব্যাটসম্যান সেইভাবে রান পায়নি।

যদিও ভারতের বোলাররাও নিজেদের কাজগুলি যথাযথভাবে করেছেন বলেই জয় এত সহজে এসেছে। বাংলার রবি কুমার ৩৭ রানে দুই উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। পাশাপাশি ভিকি ওস্টোয়াল তিন উইকেট পান ৪২ রানে। দুই উইকেট নেন নিশান্ত সিন্ধুও। ম্যাচের সেরা অবশ্য হয়েছেন দলনেতা যশই।

অজিদের ব্যাটিং ইনিংসে সফল তারকা লাচন শ (৫১), কুরি মিলার (৩৮)। সফল দুই অজি বোলার হলেন জ্যাক নিসবেট ও উইলিয়াম সোলজম্যান। দু’জনেই দুই উইকেট পান।

You might also like