
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের নাগরিকদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখতে চাই। তাঁদের কাছে দ্রুত যে কোনও খবর পৌঁছে দিতে চাই। তাই কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় ছাত্র ও অন্যান্য নাগরিককে নির্দেশ দিচ্ছে, একটি ফর্ম ফিল আপ করুন। তবে কোনও ছাত্র যদি ভারত থেকে অনলাইনে ইউক্রেনের শিক্ষায়তনে পড়াশোনা করেন, তাঁকে ফর্ম ফিল আপ করতে হবে না।”
গত কয়েক মাসে রাশিয়া ও ন্যাটো, উভয়েই ইউক্রেন নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আমেরিকার অভিযোগ, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, ভারত বা অন্য কোনও দেশ যদি ইউক্রেনে উত্তেজনা কমাতে উদ্যোগী হয়, তারা স্বাগত জানাবে।