Latest News

বাজারে আসছে ২০ টাকার নতুন কয়েন, নোটিস অর্থ মন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: ডিমানিটাইজেশনের পর থেকেই একাধিক নতুন নোট আসতে শুরু করেছে বাজারে। একে একে বদলে গিয়েছে ৫০, ১০০, ৫০০ টাকার নোট। এসেছে দশ টাকার কয়েন। এই বার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে, ২০ টাকার কয়েন।

বুধবার অর্থ মন্ত্রকের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে, পাঁচ কিংবা দশ টাকার মতোই আসছে ২০ টাকার কয়েনও। জানা গিয়েছে, ২০ টাকার নতুন কয়েন হবে ২৭ মিলিমিটার ব্যসের। আর এটির গঠন হল ‘ডোডেগন’ অর্থাৎ ১২টি ভুজ থাকবে এই কয়েনের আকারে।

বর্তমানে প্রচলিত ১০ টাকার কয়েনটিও ২৭ মিলিমিটারের, তবে তার শেপ বহুভুজ নয়। আর ১০ টাকার কয়েনের মত ২০ টাকার কয়েনের ধারগুলিতে কিছু আঁকা বা লেখা থাকবে না। তবে ১০ টাকার কয়েনের সঙ্গে চেহারায় মিল থাকবে। যেমন ১০ টাকার কয়েনের দুটি স্তর আছে, অর্থাৎ মাঝে এক রকম রঙ এবং ধারে আর এক রকম, ২০ টাকার কয়েনটিও হবে সে রকমই। ধারের দিকে থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা আর ২০ শতাংশ নিকেল। মাঝের দিকটা তৈরি হবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ জিংক ও পাঁচ শতাংশ নিকেল দিয়ে।

১০ বছর আগে ২০০৯ সালের মার্চে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০ টাকার কয়েন চালু করে। এখনও পর্যন্ত ১৩ বার এই কয়েনটির আকার বদলানো হয়েছে। এর জেরে অনেক বিভ্রান্তিও তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ,  অনেক সময়েই ১০ টাকার কয়েনকে জাল বলে দাবি করেন কিছু ব্যবসায়ী। নিতে চায় না। যদিও গতবছর আরবিআই জানিয়েছে, এই চোদ্দো ধরনের কয়েনই বৈধ।

কিন্তু কেন হঠাৎ ২০ টাকার নোটের সিদ্ধান্ত? এই বিষয়ে আরবিআই জানিয়েছে, নোটের থেকে কয়েন বেশি টেকসই। এগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকে।

You might also like