Latest News

রাস্তা তৈরির কাজে ফেটে গেছে পাইপ, টিউবওয়েল অকেজো, জলকষ্টে বর্ধমান

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। চার লেনের পরিবর্তে ছয় লেনের রাস্তা তৈরি হচ্ছে। খোড়াখুড়ি হওয়ায় পুরসভার পানীয় জলের পাইপ কাটা পড়ে। এতেই ঘটে বিপত্তি। এদিকে এলাকার টিউবওয়েলও বহুদিন ধরে অকেজো। বাধ্য হয়েই ফাটা পাইপের জল ( Water Crisis ) ধরছেন বর্ধমান পুরসভার ( Burdwan ) ২২ নম্বর ওয়ার্ডের হারাধন পল্লির বাসিন্দারা। এরফলে প্রতিমুহূর্তে স্বাস্থ্যহানির আশঙ্কায় ভুগছেন তাঁরা।

সিলিং থেকে ঝুলছে ক্লাস নাইনের ছাত্র! বিষ্ণুপুরের সরকারি হোমের হোস্টেলে ভয়ংকর দৃশ্য

বিজেপি নেতৃত্বের অভিযোগ, কল থাকতেও জল নেই। অথচ কাউন্সিলরের দেখা নেই এলাকায়। স্থানীয় কাউন্সিলর নাড়ু ভগত জানিয়েছেন, জাতীয় সড়কের কাজ করতে গিয়ে পানীয় জলের পাইপ ফেটে গেছে। তাই জলের সমস্যা হয়েছে। পুরসভাকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এই সমস্যা এত তাড়াতাড়ি মিটবে না। এই পরিস্থিতিতে অস্বাস্থ্যকর জল পান করে শরীর ঠিক রাখা সম্ভব হবে তো, এই প্রশ্নই এখন তাড়া করে ফিরছে এলাকার বাসিন্দাদের।

You might also like