Latest News

দলিতকে ওঠবোস, থুতু চাটতে বাধ্য করছেন ভোটপ্রার্থী, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : বিহারের আওরঙ্গাবাদ জেলায় পঞ্চায়েত প্রধানের পদে প্রার্থী হয়েছিলেন বলবন্ত সিং (Balwant Singh)। তিনি ভোটে হেরে যান। তাঁর ধারণা হয়, দলিতরা ভোট দেয়নি বলেই তিনি হেরেছেন। দুই দলিত ব্যক্তিকে তিনি প্রকাশ্যে হেনস্থা করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ বলবন্তকে গ্রেফতার করেছে।

পঞ্চায়েত প্রধানের পদে তাঁকে ভোট না দেওয়ার জন্য দুই দলিত ব্যক্তিকে মারধর করেন বলবন্ত। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভোট দেওয়ার জন্য তিনি দু’জনকে টাকা দিয়েছিলেন। টাকা নিয়েও তাঁরা বলবন্তকে ভোট দেননি। সেজন্য তিনি তাঁদের রাস্তায় কান ধরে ওঠবোস করান। এরপর একজনকে মাটিতে থুতু ফেলে চাটতে বাধ্য করেন।

বলবন্তের অভিযোগ, ওই দু’জন মাতলামি করছিলেন। তাঁদের দৌরাত্ম্য বন্ধ করার জন্যই তিনি শাস্তি দেন। যদিও ভিডিওতে শোনা গিয়েছে, বলবন্ত তাঁদের ভোটের আগে টাকা দেওয়ার কথা বলেছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার পরেই পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র বলবন্তকে গ্রেফতার করার নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

You might also like