
দ্য ওয়াল ব্যুরো: আদানিদের (Adani) বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়েছে সংসদের (Parliament) দুই কক্ষ। বিরোধীরা অধিবেশন শুরু হওয়া মাত্র আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনার দাবি তোলে। শাসক ও বিরোধী (oppositions) শিবিরের গোলমালের মধ্যে দুই কক্ষেই অধিবেশন বেলা দু’টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়।
এরই মধ্যে তাৎপর্যপূর্ণ হল, এই ইস্যুতে সংসদে বিরোধীদের ঐক্য এবং একাধিক অবিজেপি দলের কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত। আজ কংগ্রেস সভাপতি তথা দলের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়্গে তাঁর কক্ষে বিরোধীদের বৈঠকে ডাকেন। সেখানে তৃণমূল কংগ্রেস, আপ, বিআরএস, ডিএমকে, আরজেডি, জেডিইউ, শিবসেনা, সিপিএম, সিপিআইয়ের সাংসদেরা উপস্থিত ছিলেন। সেখানেই স্থির হয়, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অধিবেশনে আলোচনার দাবি জানানো হবে। আদানিদের শেয়ার জালিয়াতির জেরে এলআইসি এবং বিভিন্ন ব্যাঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
সেই মতো কংগ্রেস-সহ একাধিক দল আদানি ইস্যুতে আলোচনা চেয়ে দাবি পেশ করে। রাজ্যসভায় কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি জানান।
সংসদের রুটিন অনুযায়ী আজ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর সরকারের আনা ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আদানি কাণ্ড নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নোটিস জমা দেয়। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরুই হতে পারেনি।
বিরোধীরা আদানিদের বিরুদ্ধে ওঠা শেয়ার মূল্য জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হবে জানাই ছিল সরকারের। গত সোমবার সর্বদলীয় বৈঠকেই একাধিক বিরোধী দল এই ব্যাপারে সরকারকে অবহিত করেছিল।
আজ সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কক্ষে অমিত শাহ, রাজনাথ সিং, প্রহ্লাদ যোশী, পীযুষ গয়ালের মতো সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে সংসদে বিরোধীদের মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার অধিবেশন কক্ষে ঢুকেই খাড়্গে রাজ্যসভার আজকের কার্যসূচি স্থগিত রেখে আদানি ইস্যুতে আলোচনা করার দাবি জানান। লোকসভায় একই দাবি জানান, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী, আপের সঞ্চয় সিং, কংগ্রেসের মণিকাঞ্চন টেগর, বিআরএসের নমো নাগাশ্বরা রাও প্রমুখ। সরকার পক্ষ দাবি মানেনি। গোলমালের মুখে দুই কক্ষেই অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীকে যা বলার বলে দিয়েছি, এবার আপনারা ব্যাখ্যা করুন: বিশ্বভারতীর উপাচার্য