Latest News

আইসিএসই, আইএসসি’র দশম ও দ্বাদশের পরীক্ষা পিছল, জুনের প্রথম সপ্তাহে সূচি প্রকাশের সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আগেই বাতিল হয়েছিল। এবার বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সিআইএসসিই। তাদের পরিচালিত আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার নতুন সূচি জুনের প্রথম সপ্তাহে জানানো হবে বলে খবর।

আজ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানায়, দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে এই নির্দেশ৷ ঘোষিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। তবে আইসিএসই (দশম শ্রেণি)-র পড়ুয়াদের জন্য দু’টি বিকল্প রয়েছে। হয় তারা দ্বাদশের পরীক্ষার্থীদের সঙ্গে অফলাইনে পরীক্ষা দেবে। অথবা অফলাইন পরীক্ষায় অংশ নেবে না। যেসমস্ত পড়ুয়া পরীক্ষায় বসবে না, তাদের মার্কশিট তৈরির সময় কাউন্সিল স্বচ্ছ ও পক্ষপাতহীন মূল্যায়নের পথ বেছে নেবে।’

এর আগের নির্দেশিকা অনুযায়ী আইসিএসই পরীক্ষা ৪ মে থেকে ৭ জুন পর্যন্ত এবং আইএসই পরীক্ষা ৮ এপ্রিল থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, গতকালই সিবিএসই বোর্ড দশম শ্রেণির পরীক্ষা বাতিল এবং দ্বাদশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷

You might also like