
আজ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানায়, দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে এই নির্দেশ৷ ঘোষিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। তবে আইসিএসই (দশম শ্রেণি)-র পড়ুয়াদের জন্য দু’টি বিকল্প রয়েছে। হয় তারা দ্বাদশের পরীক্ষার্থীদের সঙ্গে অফলাইনে পরীক্ষা দেবে। অথবা অফলাইন পরীক্ষায় অংশ নেবে না। যেসমস্ত পড়ুয়া পরীক্ষায় বসবে না, তাদের মার্কশিট তৈরির সময় কাউন্সিল স্বচ্ছ ও পক্ষপাতহীন মূল্যায়নের পথ বেছে নেবে।’
এর আগের নির্দেশিকা অনুযায়ী আইসিএসই পরীক্ষা ৪ মে থেকে ৭ জুন পর্যন্ত এবং আইএসই পরীক্ষা ৮ এপ্রিল থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, গতকালই সিবিএসই বোর্ড দশম শ্রেণির পরীক্ষা বাতিল এবং দ্বাদশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷