Latest News

ক্রিকেটে ফের গড়াপেটার অভিযোগ, ছোট লিগে উড়েছে কোটি কোটি টাকা! তদন্ত শুরু করল আইসিসি

দ্য ওয়াল ব্যুরো: ফের ক্রিকেট দুনিয়ায় উঠল গড়াপেটার (Match Fixing in Cricket) অভিযোগ। আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়া টি-টেন লিগে (T-10 League) উড়ছে কোটি কোটি টাকা! যা নিয়ে শোরগোল পড়ে গেছে। নড়েচড়ে বসেছে আইসিসিও (ICC)। গড়াপেটার একরাশ অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ামক সংস্থাটি।

গোটা বিশ্বের নামীদামি ক্রিকেটাররা এই লিগে অংশ নিয়েছিলেন। সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি থেকে শুরু করে মঈন আলি, আন্দ্রে রাসেলরা দাপট দেখিয়েছেন এই লিগে। সেই টি-টেন লিগেই দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে। এমনকী কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও খবর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে অনুযায়ী, আইসিসি-র দুর্নীতি দমন শাখা এইসব অভিযোগের তদন্ত করছে। এই লিগ সেভাবে প্রচারে না এলেও প্রতি ম্যাচে যে পরিমাণ জুয়া খেলা হয়েছে তা শিরোনামে উঠে এসেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতি ম্যাচে ৮-৯ কোটি টাকার জুয়া খেলা হয়েছে। গোটা টুর্নামেন্ট জুড়ে সেই অঙ্ক ১৫০ কোটি ছাড়িয়েছে। অভিযোগ, এই লিগ যতই ছোট হোক না কেন দুর্নীতি হয়েছে বিরাট অঙ্কের।

কীভাবে চলত এই গড়াপেটা?

প্রতিবেদন অনুসারে, এই টুর্নামেন্টে যে ক’টি দল অংশ নিয়েছিল তাদের সকলের ফ্র্যাঞ্চাইজির পিছনে ছিল কোনও না কোনও জুয়া সংস্থা। ম্যাচে কারা খেলবেন আর কারা খেলবেন না, তা ঠিক করত ফ্র্যাঞ্চাইজিরাই। কোনও নিয়মের বেড়াজালে নয়, ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছাতেই ব্যাটিং অর্ডার থেকে বোলিং সবকিছুই পাল্টে যেত। সব বিষয়ই তদন্ত করে দেখছে আইসিসি।

সূর্যের এখনও কিছু শট শেখা বাকি, বেবি এবি-র কাছে নতুন আবদার ভারতীয় ক্রিকেটারের

You might also like