Latest News

কোভিডেও খেলা যাবে টি২০ বিশ্বকাপ! আইসিসির নতুন নিয়মে আলোড়ন

দ্য ওয়াল ব্যুরো: গত দু’বছর ধরে করোনা চোখ রাঙাচ্ছে। মানুষের সাধারণ জীবন নয়, এই করোনা এক সময় থমকে দিয়েছিল ক্রীড়া জগতকেও। করোনা আক্রান্ত হওয়ার ফলে ম্যাচ থেকে বাদ পড়েছেন এমন খেলোয়াড়ের অভাব নেই। বিশ্বজুড়ে এখন করোনার দাপট কমে গেলেও, কম-বেশি আক্রান্তের খবর মিলছেই। এখন প্রশ্ন হল, আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) কেউ যদি কোভিডে আক্রান্ত হন, তবে কি তিনি বাদ যাবেন?

আইসিসির (ICC) অন্দরে এই নিয়ে জোর আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। আইসিসির পুরনো নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি করোনায় (Covid) আক্রান্ত হন, তবে তাঁকে আইসোলেশনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত যোগ দিতে পারবেন না দলের সঙ্গে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি২০ বিশ্বকাপে সেই নিয়ম শিথিল করা হয়েছে।

আইসিসি জানিয়ে দিয়েছে, করোনা আক্রান্ত হলেও বিশ্বকাপে খেলতে পারবেন ক্রিকেটাররা। তবে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে তাঁদের। আইসিসি জানিয়েছেন, কোনও ক্রিকেটার যদি কোভিডে আক্রান্ত হন তবে তিনি খেলবেন কিনা তার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট দলের চিকিৎসকেরা। তাঁদের ছাড়পত্র থাকলে খেলতে পারবেন তিনি।

আইসিসি আরও জানিয়েছে, কোভিড পরীক্ষা এখন সকলের জন্য বাধ্যতামূলক নয়। যদি করোনার উপসর্গ দেখা দেয় তবেই পরীক্ষা করতে হবে। যদি করোনা আক্রান্ত কোনও ক্রিকেটার মাঠে নামেন তবে তাঁকে অবশ্যই অন্যান্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করতে কোনও আপত্তি নেই।

গত কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মহিলা টিমের বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে করোনা আক্রান্ত তাহিলা ম্যাকগ্রা খেলেছিলেন। যা নিয়ে পরে বিতর্কও হয়েছিল খুব। যদিও পরে এই বিতর্কের মাঝে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, আইসিসির তরফ থেকে অনুমতি নিয়েই খেলেছিলেন ম্যাকগ্রা। আসন্ন টি২০ বিশ্বকাপে সেই নিয়মেই সিলমোহর দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

‘নাম’ মনে রাখবে… শ্রীলঙ্কার বিরুদ্ধে নামিবিয়ার দুর্ধর্ষ জয়ে উচ্ছ্বাসে তোলপাড় ক্রিকেট বিশ্ব

You might also like