Latest News

লন্ডনে যাওয়া নিষেধ কোহলিদের, তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী আইসিসি

দ্য ওয়াল ব্যুরো: এ দেশে করোনা সংক্রমণের নয়া ঢেউ এসে হাজির হওয়ার পরে সবাই তটস্থ। তার মধ্যেই গ্রেট ব্রিটেন ভারতকে লাল তালিকাভুক্ত করেছে। ভারত থেকে কেউ লন্ডন যেতে পারবেন না, এমনই নির্দেশিকা জারি হয়েছে।

আইপিএলের পরেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লন্ডনের সাউদাম্পটনে হওয়ার কথা রয়েছে জুন মাসে। সেটি কী করে করা সম্ভব, সেই নিয়ে আইসিসি আধিকারিকরা চিন্তায়। ওই ম্যাচ করা না গেলে বছরের বাকি সূচী নিয়েও ডামাডোল হবে।

এদিন অবশ্য এক বিবৃতিতে আইসিসি জানিয়েছেন, সূচি মেনেই নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওই ম্যাচে খেলবে ভারত ও নিউজিল্যান্ড। যারা জিতবে তারা আগামী চারবছর টেস্ট ক্রম তালিকায় শীর্ষে থাকবে।

গোটা বিশ্ব জুড়েই যে ভাবে করোনা সংক্রমণ বেড়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনাল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সংক্রমণের মাত্রা এবং মৃত্যুর হার ক্রমে বাড়ছে।

এর জেরে সোমবারই আবার ভারতকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন, অর্থাৎ ও দেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই মুহূর্তে ভারত থেকে কেউই কোনও ভাবে যুক্তরাজ্যে যেতে পারবে না।

আইসিসি কর্তারা জানিয়ে রেখেছেন, অবস্থা কঠিন হলেও তারা ওই সময়ই ফাইনাল ম্যাচ করতে পারবেন। তবে সেটি হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে।

আইসিসি-র এক নামী কর্তা জানিয়েছেন, ‘‘ভারতকে লাল তালিকাভুক্ত করার বিষয়ে আমরা ইতিমধ্যে ব্রিটেন সরকারের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি দেখবে, কারণ না হলে তো ক্রিকেটাররা এ দেশে আসতেই পারবে না। দেখা যাক বিশেষ কোনও ব্যবস্থা করা যায় কিনা।

ওই কর্তা আরও বলেছেন, ‘‘এই কোভিড আবহের মধ্যে কী করে সুরক্ষা বিধি মেনে ওই মহা ফাইনাল ম্যাচ করা যায়, সেটি আমাদেরও ভাবতে হবে। তবে জুনে ফাইনাল ম্যাচ হবে, এটা বলতে পারি।’’

এও আবার ঠিক পরিস্থিতি বিচার করে বিসিসিআই-ও নিজেদের সিদ্ধান্ত জানাবে। কারণ খেলার আগে মানুষের প্রাণ আগে, এই বার্তা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যাণ বারেবারেই দিয়েছেন, দিচ্ছেনও।

You might also like