Latest News

নতুন বছরে টি ২০ ক্রিকেটে নয়া নিয়ম আনল আইসিসি

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের নানা পটপরিবর্তন হচ্ছে অনবরত। এবার নয়া বছরেও আইসিসি নিয়ম নিয়ে এল একেবারেই অভিনব। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার টেকনিক্যাল কমিটি ঠিক করেছে, টি ২০ ক্রিকেটে স্লো ওভারেটের কারণে শাস্তি পাবেন অধিনায়ক সেই ম্যাচেই। আগে সেটি পরে ধার্য হতো, এখন সেটি হবে না, তাতে যদিও পুরো দলকে খেসারত দিতে হবে। একা দায় অধিনায়কের থাকবে না।

শুধু স্লো ওভার রেটের নিয়মেই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ইনিংসের মধ্যেই জল পানের বিরতির অনুমতি দিয়েছে আইসিসি। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এসব নিয়মের ব্যবহার শুরু হবে।

আইসিসির দেওয়া প্রেস রিলিজে বলা হয়েছে,  ফিল্ডিং দলকে অবশ্যই পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি তারা সেই অবস্থায় না থাকে, তাহলে ইনিংসের বাকি সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের।

শেষ ওভার করার জন্য নির্ধারিত সময় ঠিক করবেন মাঠের দুই আম্পায়ার। যা তাদেরকে ইনিংস শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেডে এই নিয়মের সফল ব্যবহার দেখে আন্তর্জাতিক মঞ্চেও এটি আনার অনুপ্রেরণা পেয়েছে আইসিসি। এতে ব্যাটসম্যানরা সুবিধে বেশি পাবে।

এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজেও এখন থেকে ইনিংসের মাঝে আড়াই মিনিটের বিরতি নিতে পারবে যে কোনও দল। তবে এ বিষয়ে সিরিজ শুরুর আগেই অংশগ্রহণকারী দুই দলের মধ্যে সমঝোতায় পৌঁছাতে হবে।

অনেকেই বলছেন, আইসিসি-র এই নিয়ম ব্যাটারদের সুবিধে করে দিচ্ছে। কেউ বা বলছেন, এতে করে খেলার ভারসাম্য ঠিক থাকবে না। এটি আরও স্বচ্ছ হওয়া উচিত ছিল। পেনাল্টি অন্যভাবেও দেওয়া যেতে পারত।

 

You might also like