Latest News

মমতার অফিসার আস্ত মিউজিক ভিডিও বানিয়ে ফেললেন, চির সবুজ বিবেকের গলায় ‘চির নতুন কলকাতা’

দ্য ওয়াল ব্যুরো: সরকারি মঞ্চে তাঁর গান পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কখনও কখনও তাঁর হাতে মাইক ধরিয়ে দিয়ে বলেন, ‘এই বিবেক একটা গান গাও তো!’ বন ও পরিবেশ দফতরের দায়িত্বে থাকা সেই সিনিয়র আইএএস বিবেক কুমার (IAS Vivek Kumar) এবার আস্ত একটা মিউজিক ভিডিও (Music video) বানিয়ে ফেললেন।

একটি প্রখ্যাত অডিও সংস্থা বিবেকের এই মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে মঙ্গলবার। ঝকঝকে সেই মিউজিক ভিডিওতে বিবেক ‘চির নতুন কলকাতা’কে তুলে ধরেছেন। রঙিন কলকাতা থেকে রংচটা কলকাতার ছবি উঠে এসেছে এই মিউজিক ভিডিওতে। ঘিঞ্জি বসতি, আধুনিকতার মোড়ক—সবই রয়েছে। আসলে সামগ্রিকভাবে কলকাতার যে বৈচিত্র সেটাকেই তুলে ধরেছেন বিবেক কুমার।

এই শহরের সম্প্রীতি, খেলাধূলা, ক্রিসমাসের সঙ্গে দিওয়ালির মিলে যাওয়া, মিছিল, মিটিং, উত্তম-সুচিত্রা সবই উঠে এসেছে এই মিউজিক ভিডিওতে। গানের কথা লিখেছেন তপন দেবনাথ, মিউজিক অ্যারেঞ্জ করেছেন কুণাল চক্রবর্তী।

বিবেক কুমার এমনিতে হিন্দিভাষী। কিন্তু সিভিল সার্ভিসের চাকরিতে যোগ দেওয়ার পরেই বাংলা শিখে নিয়েছিলেন। তারপর কলকাতায় থাকতে থাকতে অজান্তেই এই শহর হয়ে গিয়েছে তাঁর নিজের, বাংলাও হয়ে উঠেছে নিজের ভাষা। শহর এবং ভাষার প্রতি সেই টানই যেন ধরা পড়েছে গোটা মিউজিক ভিডিওতে।

You might also like