
দ্য ওয়াল ব্যুরো : ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকী থেকে শুরু হল এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান। এর আগে ওই অনুষ্ঠান শুরু হত ২৪ জানুয়ারি থেকে। রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, যতদিন ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের মূর্তি স্থাপিত না হচ্ছে, ততদিন সেখানে হলোগ্রাম থাকবে।
এদিন সন্ধ্যায় মোদী ২০১৯, ‘২০, ‘২১ ও ‘২২ সালের সুভাষচন্দ্র বোস আপদ প্রবন্ধন পুরস্কার দেবেন। মোট সাতজনকে পুরস্কার দেওয়া হবে। আপৎকালীন পরিস্থিতিতে ত্রাণের সময় যে ব্যক্তি বা সংগঠন গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়েছে, তাদের ওই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বাবদ কোনও ব্যক্তিকে দেওয়া হয় নগদ পাঁচ লক্ষ টাকা এবং শংসাপত্র। কোনও সংগঠন পুরস্কার পেলে তাদের দেওয়া হয় ৫১ লক্ষ টাকা ও শংসাপত্র।
গতবছর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, নেতাজির জন্মদিনে প্রতি বছর ‘পরাক্রম দিবস’ পালন করা হবে। এদিন মোদী টুইট করে বলেন, ‘সব দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা জানাই। নেতাজির জন্মদিনে আমি তাঁর উদ্দেশে মাথা নত করছি। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, তার জন্য প্রত্যেক ভারতবাসী গর্ব অনুভব করে।’
सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।
नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।
I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে তাঁর সম্পর্কে দু’টি তথ্যচিত্র দেখাবে ফিল্ম ডিভিশন। সে ছবিগুলি দেখা যাবে ফিল্ম ডিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।