Latest News

শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন ফ্লোরেন্স

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার গভীর রাতে অথবা শুক্রবার ভোরে আমেরিকার ক্যারোলিনা প্রদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। ইতিমধ্যে সমুদ্রে তার শক্তি বেড়েছে বেশ কয়েকগুণ। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ফ্লোরেন্স এখন অতি বিপজ্জনক ক্যাটেগরি ফোর হ্যারিকেন ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারোলিনায় অতি ভারী বৃষ্টি হবে। সমুদ্রে উঠবে খুব উঁচু ঢেউ। দীর্ঘ সময় ধরে ক্যারোলিনার ওপরে থাকবে এই ঝড়। তার মধ্যে গড় বৃষ্টিপাত হবে ১৫ থেকে ২০ ইঞ্চি। কোথাও ৩০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ২০১৬ সালে হ্যারিকেন ম্যাথুর প্রভাবে ক্যারোলিনা যেমন দুর্যোগে পড়েছিল, এবারও তার পুনরাবৃত্তি হবে। যে সব অঞ্চলে সচরাচর জল জমে না, তাও ১০ ফুট জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে।  ১৫ লক্ষ মানুষকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, আপনারা এমন ঝড় কখনও দেখেননি। স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হয়েছে, সমুদ্রের কাছাকাছি নিচু জায়গাগুলিতে ইতিমধ্যে জল ঢুকছে। বহু লোক ক্যারোলিনা ছেড়ে পালাচ্ছেন। হাইওয়েতে খুব ধীর গতিতে গাড়ি এগচ্ছে।

You might also like