Latest News

কাবুলের পাসপোর্ট অফিসে থিকথিকে ভিড়, দেশ ছাড়তে মরিয়া সকলে! ভারতে আসছে শেষ বিমান

দ্য ওয়াল ব্যুরো: লড়াই চলছিল ইঞ্চিতে ইঞ্চিতে। শেষে সমর্পণের পথেই এগোল আফগান সরকার। কার্যত বিনা বাধায় রাজধানী কাবুল দখল করে নিল তালিবান। গোটা দেশের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গেল তাদের উপর।

গত দেড়মাস ধরেই দুরন্ত তালিবানি হামলা চলছে আফগানিস্তান জুড়ে। তালিবান-আমেরিকা চুক্তি অনুযায়ী এ বছর ৯ মার্চ থেকে আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করে আমেরিকা। তার পরেই ঝাঁপিয়ে পড়ে তালিবান। জুন মাসের শেষে আফগান বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ বাঁধে তাদের।

এর পরে গত সপ্তাহ থেকে একের পর এক বড় শহর দখল করতে শুরু করে তালিবান। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তাদের হাতে ছিল। কিন্তু এর পর ঝড়ের গতিতে এগোতে শুরু করে তালিবান। কুন্দুজ, গজনী, কান্দাহার, হেরাটের পরে কাবুলের দিকে এগিয়ে আসছিল তারা। গতকাল রাতে দখল হয়ে যায় কাবুলের প্রবেশপথ মাজার-ই-শরিফ। এর পরে আজ, রবিবার বেলা গড়াতেই রাজধানী কাবুল দখল করে ক্ষমতা বুঝে নিল তালিবান।

এমনই পরিস্থিতিতে বহু মানুষ মরিয়া দেশ ছাড়তে। তবে ছাড়ব বললে ছাড়া যায় নাকি! তাই দেশজুড়ে বিশৃঙ্খলা ক্রমেই বাড়ছে। তাতে মিশে আছে আতঙ্ক, প্রাণের ভয়। কোনও না কোনও ভাবে পালাতে চান তাঁরা, চান প্রাণে বাঁচতে।

Afghanistan Can't Print Passports Fast Enough as Exodus Worsens - Bloomberg

You might also like