
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: নকশালবাড়িতে (Naxalbari) উদ্ধার (recovered) হল বস্তাবোঝাই কঙ্কাল (human skeletons)। যা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর যায় পুলিশে। জানা গিয়েছে, মানুষেরই হাড় বোঝাই করা ছিল সেই বস্তার মধ্যে। আপাতত সেগুলো উদ্ধার করে ফরেনসিকে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, শনিবার সাতসকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাজারে আর্বজনার স্তূপের মধ্যে থেকে বস্তাভর্তি মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার হয়, যা দেখামাত্রই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ভিড় জমে ঘটনাস্থলে। ঘটনার কথা জানানো হয় নকশালবাড়ি থানায়।

খবর পাওয়া মাত্রই বাজার এলাকায় ছুটে আসে পুলিশ। হাড়গোড় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো দেয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালগুলোর গায়ে বেশ কিছু বিষয় মার্ক করা আছে। হয়তো এগুলো মেডিকেল কলেজের ব্যবহৃত কঙ্কাল। তবে এখানে কে বা কারা কঙ্কাল ফেলে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
দু’দিনের জ্বরে ভুল চিকিৎসা! নাবালিকার মৃত্যুর পর ডাক্তারের চেম্বার ভাঙচুর করল স্থানীয়রা