
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: হাতি (Elephant) তাড়াতে গিয়ে প্রাণ গেল হুলা পার্টির সদস্যের (Hula Party member)। মৃতের নাম গুরুদাস মুর্মু (৫৫)। গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার সোনামুখী রেঞ্জের রাঙাকুল জঙ্গলের কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে রাঙাকুল জঙ্গলের লাগোয়া এলাকায় একটি হাতির দল ঘোরাঘুরি করছিল। সোমবার সকালে হুলাপার্টির সদস্যরা হাতিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া জন্য অভিযান শুরু করেন। সেই সময় একটি হাতি তাঁদের দিকে তেড়ে আসে। সকলে পালাতে পারলেও রানিবাঁধের চালথা গ্রামের বাসিন্দা গুরুদাস ও বছর চল্লিশের মণীন্দ্র মুর্মু দাঁতালের সামনে পড়ে যান। সেই সময় হাতিটি গুরুদাসকে পায়ের তলায় পিষে মারে। দাঁতালের আঘাতে আহত হন মণীন্দ্র।
ঘটনা প্রসঙ্গে হুলা পার্টির সদস্য নির্মল ঘোষ বলেন, বনদফতরকে বারবার বলেছি দিনের বেলায় হাতি তাড়ানো অসম্ভব। কিন্তু বনদফতরের নির্দেশে এদিনও দিনের আলোয় হাতি তাড়াতে অভিযানে নামতে হয়েছে। তাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। মণীন্দ্র মুর্মু ছাড়াও বাকি সদস্যরাও জখম হয়েছেন। আহত ব্যক্তি সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অনুব্রতর জেলায় নতুন দুই থানা, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মমতার