
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে নাশকতার রেশ যেন থামছেই না। পেশোয়ার মসজিদে আত্মঘাতী হামলার ক্ষত এখনও শুকিয়ে ওঠেনি, তার মধ্যে ফের বিস্ফোরণের (Pakistan Blast) ঘটনা ঘটল পাক মুলুকে। এবার বালুচিস্তানের কোয়েত্তার (Quetta) সেনা ছাউনির সামনে ঘটল বিস্ফোরণ। এই বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন বলে খবর।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে সেনা ছাউনির সামনে পুলিশের সদর দফতরে কাছে হামলা চালায় দুষ্কৃতীরা। যদিও রবিবার দুপুর পর্যন্ত এই হামলার বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি প্রশাসন। বিস্ফোরণের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিস্ফোরণের ঘটনার পরই পরই এলাকায় দেখা যায় পুলিশের তৎপরতা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কতজন আহত হয়েছে, বা কারওর মৃত্যু ঘটেছে কিনা জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি পাকিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১৮০ কিমি দূরে পেশোয়ার পুলিশ লাইন এলাকায় এক মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় কেঁপে উঠেছিল দেশ। মসজিদ চত্বর থেকে একের পর এক ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ১০০ জনের মৃত্যু হয়েছে, বলে খবর। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)। যদিও রবিবারের ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এই হামলার পিছনে তেহরিক-ই তালিবানই থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।