
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের কারণে ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Routine) সূচি বদলে গেছে। এদিন নবান্ন থেকে বদলে যাওয়া সূচির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উচ্চমাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি বলেননি তিনি। এর আগেও একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন বদল হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণে। আজ ফাইনাল রুটিন কেমন হল, দেখে নেওয়া যাক এক ঝলকে।
পোস্ট অফিসের কাঁচা বাড়ি পাকা হল, ওড়িশার গ্রাম কেন আলোচনায়?
উচ্চমাধ্যমিকের সূচি (HS Routine):

রইল ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষার সূচি:
