Latest News

শিবপুরে টাকা উদ্ধারের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার শৈলেশ পান্ডে ও তাঁর দুই ভাই

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার (Howrah Shibpur) ব্যবসায়ী শৈলেশ পান্ডের (Shailesh Pande) বাড়ি এবং গাড়ি থেকে বিপুল টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় এবার তাঁকে গ্রেফতার (arrested) করল পুলিশ। শৈলেশ পান্ডের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত পান্ডে এবং তাঁদের আরও এক সহযোগীকে। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শৈলেশ ও তাঁর ভাইদের। অন্যজনকে গুজরাত থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। আজ সকলকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে।

গত সপ্তাহের শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শৈলেশ পান্ডের হাওড়ার তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। প্রাথমিকভাবে বাড়িগুলি তালাবন্ধ থাকলেও কাউস ঘাট রোডের একটি বাড়ির আবাসনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ দেড় কোটি টাকা, সোনা ও হিরের গয়না। জানা গিয়েছিল, গাড়িটি শৈলেশের ভাই অরবিন্দের হলেও ব্যবহার করতেন শৈলেশই। এরপর সোমবার পর্যন্ত অভিযুক্তের বাড়িগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও ৬ কোটি টাকা ও বহুমূল্য গয়না।

কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় প্রাথমিকভাবে অভিযুক্তের দুটি অ্যাকাউন্টে মোট ৭৭ কোটি টাকা লেনদেনের খবর পাওয়া যায়। তারপরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। অভিযুক্ত শৈলেশ পান্ডের আরও ১৭টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়, যেখানে আরও ৭০ কোটি টাকার সন্ধান মিলেছে। বিভিন্ন অ্যাকাউন্টে রাখা টাকা, নগদ ও গয়না মিলিয়ে মোট টাকার অঙ্ক ২০৭ কোটি ছাড়িয়েছে বলে জানা গেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শৈলেশ পান্ডে ও তাঁর দুই ভাই রোহিত ও অরবিন্দ বিদেশি মুদ্রা কেনাবেচার জালিয়াতিতে যুক্ত। টাকা উদ্ধার হওয়ার ঘটনার পর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। অবশেষে তাঁদের ৩ জনকেই গ্রেফতার করা হল।

মিথ্যে বলে প্রেম, ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি, আত্মসাৎ লক্ষাধিক টাকা! তমলুকে অভিযুক্ত ডাক্তার

You might also like