Latest News

হাওড়া শাখায় অনেক ট্রেন বাতিল শনি-রবিবার, সূচি জেনে স্টেশনে আসুন

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে তারকেশ্বর লাইনে কাজের জন্য রবিবার ট্রেন বন্ধ ছিল। আগামীকাল শনিবার ও পরশু রবিবার হাওড়া-কাটোয়া শাখায় অনেক ট্রেন বাতিল থাকবে (Howrah-Katwa train cancelled)।

শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। বলা হয়েছে, হাওড়া-কাটোয়া শাখায় কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলবে অন্য রুট দিয়ে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ৩৭৯২৫ ও ৩৭৭৫৭ ট্রেন দু’টি বাতিল করা হয়েছে। অন্য দিকে, রবিবার হাওড়া থেকে ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৯১৯ এবং ৩৭৯২১ লোকাল বাতিল করেছেন রেল কর্তৃপক্ষ। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ এবং ৩১১১১ লোকালগুলি চলবে না। কাটোয়া থেকে ৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩১১১২, ৩৭৭৫০ এবং ৩৭৭৫২ ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

একাই জীবন কাটাচ্ছেন বৌমা, ২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সি শ্বশুর

You might also like