
জন্মাষ্টমীতে সুপারহিট ‘কৃষ্ণ থালি’! হাওড়ায় মিষ্টির দোকানের বাইরে লম্বা লাইন
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আপনি যদি এক থালার মধ্যেই পেয়ে যান ক্ষীর, হালুয়া, তালের বড়া, শিশু গোপালের প্রিয় ননী, রাবড়ি, নাড়ু, ছানা, মিছরি, মালপোয়া, লুচি, দই, মিষ্টি থেকে ভাজাভুজি! তবে কেমন হবে? ভাবছেন কোথায় পাবেন তা? (Howrah Janmasthami)
জন্মাষ্টমীর দিন হাওড়ার এক মিষ্টি দোকানের বাইরে লম্বা লাইন। সবার মুখেই একটা নাম, ‘কৃষ্ণ থালি’ (Krishna Thali)। মাত্র ৫০০ টাকা দিলেই মিলবে এই থালি। যেখানে খাবার ও মিষ্টির উপাদান দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়।
জন্মাষ্টমী মানেই মিষ্টির চাহিদা। ধুমধাম করে কৃষ্ণ পুজো হয় বাড়ি বাড়ি। কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকেই পছন্দমতো ভোগ দিতে পারেন না। এবছর তাঁদের কথা মাথায় রেখেই ওই মিষ্টি দোকানের নয়া ভাবনা।
৫০০ টাকা গাঁটের কড়ি খরচ করলেই মিলবে এই থালি। কিনে নিয়ে গিয়ে পুজোয় বসে গেলেই হল। সব ঝক্কির সমাধান মিলবে এখানেই। তাই রেডিমেডের যুগে সুপারহিট হাওড়ার ‘কৃষ্ণ থালি’!
কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্ম বন্ধ থাকবে রবিবার সারাদিন, মেট্রো চলবে ডাউনে