Latest News

Howrah: কারখানা চালু করতেই বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ছেলেরও

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah) মর্মান্তিক মৃত্যু বাবা-ছেলের (death)! কারখানায় কাজ করতে গিয়েই ঘটল এই অঘটন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শৈলেন হাজরা। হাওড়ার ইছাপুর পূর্ব পাড়া এলাকায় বাড়ি তাঁর। বাড়ির নীচে একটি হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট চালাতেন তিনি। মঙ্গলবার সকালে সেই কারখানাটি চালু করতে গিয়েই বিপত্তি ঘটে।

এদিকে, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (electrocution) হন তাঁর ছেলেও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পরেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেখান থেকে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

Pandua: শিশুর বাবাকে সপাটে চড় আশাকর্মীর, টিকা না নিয়েই ফিরতে হল একরত্তিকে

জানা যায়, এদিন কারখানা চালুর সময় প্রথমে বিদ্যুৎষ্পৃষ্ট হন শৈলেন। বাবাকে বাঁচাতে গিয়েছিলেন ছেলে স্বপ্নিল। কিন্তু একই পরিণতি হয় তাঁরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ। ছুটে আসেন সিইএসসি কর্মীরাও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাবা ও ছেলে দুজনকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তরিত করা হয় হাওড়া হাসপাতালে। সেখানেই দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

You might also like