
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার (Howrah) অভিজাত আবাসনে বৃহন্নলাদের তাণ্ডব। অভিযোগ, এক দম্পতির কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করে তারা। দিতে না পারায় ফ্ল্যাটেই তুমুল হট্টগোল বাঁধিয়ে দেয় বৃহন্নলাদের (Eunuch) দলটি। রীতিমতো তাণ্ডব চালায় ঘরে ঢুকে। এমন অত্যাচারের পর অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি।
আরও পড়ুন: মেট্রোয় আগুন আতঙ্ক! রেক থেকে ধোঁয়া বেরোতে দেখে দিশাহারা যাত্রীরা, ব্যাহত পরিষেবা
ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) ব্যাঁটরা থানা এলাকার দেশপ্রাণ শাসমল রোডে। সেখানেই একটি আবাসনে থাকেন অরিন্দম দাস ও সুদীপ্তা দাস। সম্প্রতি তাঁদের কোলে এসেছে সন্তান। আর সেই খবর পেতেই ফ্ল্যাটে হাজির হয় বৃহন্নলাদের একটি দল। অভিযোগ, সদ্যোজাতকে আশীর্বাদ করার অজুহাতে ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করে বসে বৃহন্নলারা। টাকা না দিলে কিছুতেই তারা সেখান থেকে যাবে না বলেও জানায়।
ফ্ল্যাটজুড়ে রীতিমতো তাণ্ডব চালায় ওই বৃহন্নলাদের দল (Howrah)। আশীর্বাদের টাকা নিয়ে চলে দর কষাকষি। অরিন্দমবাবু কর্মসূত্র বাইরে থাকেন। সন্তান হওয়ার খবর পেয়েই বাড়ি এসেছেন। তিনি স্পষ্টই জানিয়ে দেন বৃহন্নলাদের দেওয়ার মতো এত টাকা তাঁদের কাছে নেই। তবু তারা নাছোড়বান্দা। অভিযোগ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর বাধ্য হয়ে থানায় ফোন করেন অরিন্দম।
থানাপুলিশের নাম শুনে ফ্ল্যাট ছেড়ে চলে যায় বৃহন্নলারা। যাওয়ার আগে নিয়ে যায় হাজার পাঁচেক টাকা। সঙ্গে শাসিয়ে যায়, পরে এসে বাকি টাকা তারা আদায় করবে। এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে দেশপ্রাণ শাসমল রোডের দাস পরিবার। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বৃহন্নলাদের দলটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।