
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে বড়সড় দুর্ভোগের মুখে পড়লেন হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) মেন লাইনের যাত্রীরা। আচমকা বন্ধ হয়ে যায় ব্যান্ডেল, কাটোয়া ইত্যাদি লাইনের ট্রেন চলাচলও। ভদ্রেশ্বর স্টেশনে প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার ফলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওভারহেডের। এর ফলে বড়সড় বিপত্তির মুখে পড়ে রেল পরিষেবা।
রেল সূত্রের খবর, আজ রাত ৮টা নাগাদ ডাউন এবং রিভার্স লাইনে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় আপ এবং ডাউন দুই লাইনেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা।
রেলের তরফে শুরু হয় মাইকে প্রচার। ব্যান্ডেল থেকে ‘ইনস্পেকশন কার’ ভদ্রেশ্বরে গিয়ে কাজ শুরু করে দ্রুত। শেষমেশ রাত ৯:৫০ নাগাদ শুরু হয় ট্রেন চলাচল।
জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার লরির ধাক্কা! টাকি রোডের উপর বড়সড় দুর্ঘটনা