
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: গাঁজা ব্যবসায়ীদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা (BJP Leader Arrested)। সোমবার রাতে হাওড়ার (Howrah) লিলুয়ার চ্যাটার্জিহাটের চৌধুরীপাড়া থেকে বিজেপি নেতা অষ্ট নস্করকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। মাদক পাচারকারীদের সাহায্যের অভিযোগে বিজেপি নেতার গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, বিজেপির সক্রিয় নেতা অষ্ট মণ্ডল দীর্ঘদিন ধরে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার গাঁজা ব্যবসায়ীদের সাহায্য করতেন। তিনি মূলত গাঁজা (Cannabis) পাচারের জন্য গাড়ি ভাড়া দিতেন। এইভাবেই রাজনৈতিক নেতার সাহায্যে দুই জেলায় গাঁজার রমরমা আরও বাড়ে বলে দাবি পুলিশের। রাজ্যে মাদক ব্যবসার রুখতেই এই নিয়ে অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ। তারাই গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হাওড়ায় হানা দিয়ে বিজেপি নেতা অষ্ট মণ্ডলকে গ্রেফতার করে।
এই বিজেপি নেতা দীর্ঘদিন ধরে জগদীশপুর এলাকার বাইগাছিতে থাকেন। তিনি বিজেপির ডোমজুড়-২ মণ্ডলের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি অষ্ট মণ্ডল জমির দালালির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। বর্তমানেও তিনি সক্রিয়ভাবে বিজেপির সঙ্গেই যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে কলকাতা পুলিশ মামলা শুরু করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
বিদ্যুতের গাড়ির সামনে শুয়ে পড়লেন পড়ুয়ারা, অগত্যা বাসভবনে ফিরলেন বিশ্বভারতীর উপাচার্য