
নতুন এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে ইজিএমএস বা ইলেকশন গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে যে কোনও নাগরিক ভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবেন, সরাসরি কমিশনের কাছেই অভিযোগ পৌঁছে যাবে। বৃহস্পতিবার থেকেই চালু হয়ে গেছে এই সিস্টেম।
কীভাবে ইজিএমএসের মাধ্যমে অনলাইনে কমিশনের কাছে পুরভোট নিয়ে অভিযোগ জানানো যাবে?
- প্রথমেই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (http://wbsec.gov.in) যেতে হবে।
- সেখানে একটি অপশন দেখা যাবে, ‘Complaint KMC Elections 2021’। সেখানে ক্লিক করতে হবে।
- এরপর ইলেকশন গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম দেখা যাবে।
- সেখানে সাইন-আপ করতে হবে। নিজের নাম ও বাকি তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হবে।
- সেই অ্যাকাউন্ট থেকেই করা যাবে অভিযোগ।
শুধু তাই নয়। অভিযোগ করার পর কমিশন তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নিল তাও দেখা যাবে এই ওয়েবসাইট থেকেই। ‘Track your complaint’ অপশনে ক্লিক করলে তা দেখতে পাওয়া যাবে।