Latest News

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল, আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের (West Bengal) চূড়ান্ত ভোটার (Final Voter list or Electoral Rolls) তালিকা প্রকাশ হল বৃহস্পতিবার। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার ওই তালিকা প্রকাশ করে জানিয়েছেন, বাংলায় এখন মোট ভোটার হল ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন।

  • চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষের সংখ্যা (West Bengal Male Voter) ৩,৮২,৩৬,৫০৭
  • ভোটার তালিকায় মহিলাদের সংখ্যা (West Bengal Female Voter) ৩,৬৯,৭০,০৭১
  • অর্থাৎ বাংলায় পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যার মধ্যে ফারাক হল সাড়ে ১২ লক্ষের কিছু বেশি ( ১২,৬৬,৪৩৬)
  • ভোটার তালিকায় প্রায় ১৭ লক্ষ ৮২ হাজার নতুন নাম জুড়েছে।
  • ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৮ লক্ষ ৬৪ হাজার জনের নাম।
  • ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা (West Bengal New Voter) ২.২ শতাংশ অর্থাৎ ১৬ লক্ষ ৫৪ হাজারের কিছু বেশি হলেন নতুন ভোটার।

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা কীভাবে জানতে পারবেন?

  • ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করে জানতে পারেন।
  • মোবাইল থেকে টেক্সট করুন ৫১৯৬৯ নম্বরে। টেক্সট মেসেজে লিখুন WB<>EC<>EPIC NO
  • কিংবা এই ওয়েবসাইট খুলে চেক করতে পারেন ceowestbengal.nic.in

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী করবেন?

  • নাম বাদ পড়লে ৬ নম্বর ফর্ম ভর্তি করে জমা করুন।
  • নামের বানান, ঠিকানা ইত্যাদি শুধরোতে হলে ৮ নম্বর ফর্ম ভর্তি করে জমা করতে পারেন।
  • মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত করা একটি অনবরত প্রক্রিয়া। ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ফের তালিকায় আপগ্রেড করা হবে। তাই কারও নাম বর্তমান তালিকায় না থাকলে আবেদন করতেই পারেন।
  • গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App–ও ডাউনলোড করে নিয়মকানুন জানতে পারেন।

অনামিকার সই নিয়ে নাটক হাইকোর্টে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই চাইল রাজ্য

You might also like