
দ্য ওয়াল ব্যুরো : গত ২৮ অগাস্ট কয়েকটি রাজ্যে হানা দিয়ে বিশিষ্ট তেলুগু কবি ভারভারা রাও সহ পাঁচ সমাজকর্মীকে ধরে এনেছিল পুনে পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা গৃহবন্দী আছেন। বুধবার তাঁদের গৃহবন্দী থাকার মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট।
ধৃত পাঁচজনের মুক্তির জন্য আবেদন করেছিলেন ইতিহাসবিদ রোমিলা থাপার। সেই আবেদনের ভিত্তিতে শুনানি হবে ১৭ সেপ্টেম্বর। ততদিন পর্যন্ত ভারভারা রাওদের গৃহবন্দী রাখতে বলা হয়েছে।
গত সপ্তাহে মহারাষ্ট্র পুলিশ আদালতে জানায়, ধৃত পাঁচজন সরকারের সমালোচনা করতেন বলেই তাঁদের গ্রেফতার করা হয়েছে এমন নয়। তাঁদের ল্যাপটপ, ডেস্কটপ, পেন ড্রাইভ ও মেমরি কার্ডে এমন অনেক প্রমাণ পাওয়া গিয়েছে, যা থেকে মনে হয়, তাঁরা সিপিআই মাওবাদী দলের সক্রিয় সদস্য এবং স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে জড়িত।
অভিযুক্তদের গৃহবন্দী রাখারও বিরোধিতা করেছিল পুলিশ। তাদের বক্তব্য, এর ফলে তাঁরা প্রমাণপত্র নষ্ট করে ফেলতে পারবেন। তাতে তদন্তে সমস্যা হবে।