
দ্য ওয়াল ব্যুরো: আদানিদের বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ (Adani Share Scam Allegation) নিয়ে উত্তপ্ত হয়েছে সংসদের দুই কক্ষ (Hot debate in Parliament)। সংসদের রুটিন অনুযায়ী আজ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর সরকারের আনা ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আদানি কাণ্ড নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নোটিস জমা দিয়েছে।
বিরোধীরা আদানিদের বিরুদ্ধে ওঠা শেয়ার মূল্য জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হবে জানাই ছিল সরকারের। গত সোমবার সর্বদলীয় বৈঠকেই একাধিক বিরোধী দল এই ব্যাপারে সরকারকে অবহিত করেছিল।
আজ সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কক্ষে অমিত শাহ, রাজনাথ সিং, প্রহ্লাদ যোশী, পীযুষ গয়ালের মতো সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে সংসদে বিরোধীদের মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি তথা দলের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে বসে বিরোধীদের বৈঠক। বৈঠকে তৃণমূল কংগ্রেস, আপ, শিবসেনা, এনসিপি, ডিএমকে, আরজেডি, জেডিইউ-র সাংসদেরা উপস্থিত ছিলেন।
অধিবেশন কক্ষে গিয়েই খাড়্গে রাজ্যসভার আজকের কার্যসূচি স্থগিত রেখে আদানি ইস্যুতে আলোচনা করার দাবি জানান। লোকসভায় একই দাবি জানান, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী,আপের সঞ্চয় সিং, কংগ্রেসের মণিকাঞ্চন টেগর, বিআরএসের নমো নাগাশ্বরা রাও প্রমুখ। সরকার পক্ষ এখনও দাবি মানেনি।
মমতার প্রকল্পে টাকা দিলেন নির্মলা, বাজেটে কলকাতার দুই মেট্রো পেল আড়াই হাজার কোটি