
দ্য ওয়াল ব্যুরো: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুর ঠিক দু’সপ্তাহের মাথায় ডাক্তারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাঁর মা শিখা শর্মা (Shikha Sharma)। তিনি বলেন, ‘ডাক্তারের গাফিলতিতেই বাঁচল না ঐন্দ্রিলা’। তবে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালেও ওই হাসপাতালের (hospital) বিরুদ্ধে কোনওরকম অভিযোগ করেননি তিনি। তবে শিখাদেবীর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে যখন চারিদিকে গুঞ্জন, তখন এই বিষয়ে মুখ খুলল হাসপাতাল কর্তৃপক্ষও।
কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?
সূত্রের খবর, ঐন্দ্রিলার মায়ের এই অভিযোগের পর হাওড়ার সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে, তাদের কাছে এখনও অবধি ঐন্দ্রিলার পরিবারের তরফে কোনও অভিযোগ আসেনি। সংবাদমাধ্যমে ওঁর মায়ের এমন অভিযোগ শোনার পর ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে। তাঁদের সঙ্গে কথা বলার পরই যা যা করণীয় মনে হয়, তা করা হবে। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাঁরা হাসপাতালে আগেই সেই অভিযোগ জানাতে পারতেন। মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।
গত শনিবার জাতীয় বীমা কর্মচারীদের তরফ থেকে ঐন্দ্রিলা শর্মার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। আর ওই অনুষ্ঠানেই প্রথমবার ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে অভিযোগ জানালেন শিখাদেবী। তিনি বলেন, ‘হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার চিকিৎসা ভালই হচ্ছিল। যে চিকিৎসক অপারেশন করেছিলেন তিনিও খুব ভাল ছিলেন। কিন্তু এক-দু’জন চিকিৎসকের ইগোর জন্য ঐন্দ্রিলাকে চলে যেতে হল।’
খানিক থেমে তিনি নিজের অভিযোগটা আরও পরিষ্কার করে বলেছেন যে, ‘অনেক সময় নিয়ে ঐন্দ্রিলার এমআরআই করা হয়েছিল সেই হাসপাতালে। পরে জানা যায় যে, সেই পরীক্ষার রিপোর্ট বেশ ভালই এসেছিল। কিন্তু যতটা সময় নিয়ে এমআরআই হল, সেটা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার জন্য একেবারেই ভালো ছিল না। ওই এক-দু’জন চিকিৎসকের গাফিলতি ও ইগোর জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারল না। তবে হাসপাতালটা খুবই ভাল। সবাই অনেক সাহায্য করেছে।’
ঐন্দ্রিলার মৃত্যুর কারণ ডাক্তারের গাফিলতি! বড় অভিযোগ মা শিখা শর্মার