
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে কয়লা ভর্তি লরির ধাক্কায় (accident) মৃত্যু হল এক স্কুলছাত্রের (school student)। জানা গেছে, ওই পড়ুয়া স্কুলে ঢোকার ঠিক আগেই তাকে চাপা দেয় কয়লা বোঝাই সেই লরিটি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না (Maina) থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের মির্জানগর গ্রামে।
সূত্রের খবর, মৃত ছাত্রের নাম জয়দেব মণ্ডল। সে মির্জানগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে ট্রাকটি ছুটে আসছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জয়দেবকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে আটক করে ভাঙচুর চালায়। এরপর তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর যায় পুলিশে। উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে আসে ময়না থানার বিশাল পুলিশবাহিনী। রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও ঘটনার পর থেকেই ঘাতক লরির চালক পলাতক। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘরে ভাল লাগে না, লকডাউন থেকেই পালাই পালাই পেয়ে বসেছে কাঁকিনাড়ার ছাত্রকে