Latest News

Hooghly Murder: স্ত্রীকে খুন করে থানায় গেল স্বামী! হতভম্ব পুলিশ

দ্য ওয়াল ব্যুরো

সাতসকালে তখনও অনেক বাড়িতে ঘুম ভাঙেনি বাসিন্দাদের, কোথাও কোথাও কেউ কেউ আড়মোড়া ভাঙছে, থানার অফিসারও নাইট ডিউটি সেরে বাড়ি যাবে যাবে ভাবছেন, এমন সময়ে থানায় এসে হাজির এক ব্যক্তি। জানান, রাগের মাথায় স্ত্রীকে (Wife) খুন করেছন তিনি (Hooghly Murder)! শুনে রীতিমতো চমকে ওঠেন ডিউটিরত পুলিশকর্মীরা। ঝটকা কাটিয়ে ছোটেন ব্যক্তির বাড়িতে। সেখান থেকেই রক্তাক্ত মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের (Tarakeswar) তালপুর এলাকায়। রবিবার সকালে থানায় এসে শেখ আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি জানান, রাগের মাথায় স্ত্রীকে খুন করেছে সে। সেই শুনেই আব্দুলের বাড়ি গিয়ে হোসেনাড়া বেগমের রক্তাক্ত দেহ বাড়ি থেকে উদ্ধার করে আনে পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল তারকেশ্বরের ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আব্দুল আর হোসেনাড়ার মধ্যে অশান্তি লেগেই থাকত। তাঁদের চারটি সন্তান আছে। তবে রবিবার সকালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঝগড়ার সময় দরজার খিল দিয়ে স্ত্রীর মাথায় বার বার আঘাত করে স্বামী (Husband) শেখ আব্দুল। এতেই মাথা থেঁতলে যায় হোসেনাড়ার।

রক্তাক্ত অবস্থায় ঘর থেকে তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই থানায় ছোটে আব্দুল। হোসেনাড়ার দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। এই খুনের পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জামাইয়ের কঠোর শাস্তির দাবি তুলেছেন তার শ্বশুরবাড়ির সদস্যরা।

মাথা ফাটিয়ে দিয়েছে ছেলে! নিস্তার চেয়ে পুলিশের দ্বারস্থ মা

You might also like