
দ্য ওয়াল ব্যুরো: অতি বৃষ্টিতে বন্যাপ্লাবিত দেশের বহু রাজ্য। এমন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক অভিনব যন্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিলেন। এই ডিভাইস দিয়ে সহজেই মাপা যাবে জলের স্তর (Flood Control Device)। নদীর জল প্লাবিত হওয়ার আগেই সতর্ক করবে এই যন্ত্র।
হুগলির (Hooghly) ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র অয়ন বাগের হাতে তৈরি এই যন্ত্রের নাম ‘ফ্লাড মনিটারিং সিস্টেম’। জানা গেছে, এই যন্ত্র জলের উচ্চতা মাপার কাজ করবে। উল্লেখ্য, অনেক সময়ই দেখা যায় অতিরিক্ত বৃষ্টিতে বিভিন্ন জলাধারে জল ধরে রাখতে পারে না। তখন বাধ্য হয়েই জল ছাড়তে হয়। ফলে নদী প্লাবিত (Flood) হয়ে যায়। ফলে আশেপাশের এলাকা ভেসে যায়।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এমন পদক্ষেপ বলে জানান অয়ন। তিনি জানাচ্ছেন, মূলত নদীর মধ্যে থাকবে এই ডিভাইস। জলের উচ্চতা সম্পর্কে জানান দেবে এটি। বাড়ি বা অফিসে বসেই প্রশাসনিক কর্তারা জানতে পারবে নদীর জলস্তর কতটা বাড়ল আর কতটা কমল। সেই মতই পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন তাঁরা।
কীভাবে কাজ করবে এই ডিভাইস? (Flood Control Device)
আল্ট্রা সনিক প্রযুক্তির মাধ্যমে চলবে এই যন্ত্রটি। অ্যাপের সাহায্যে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে জানা যাবে নদীর জলের স্তর। ফলে প্রশাসন আরও দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এই যন্ত্রের সাহায্যে বাঁধ থেকে কতটা জল ছাড়লে বন্যা হবে না তার ধারণা পাওয়া যাবে।
হুগলি জেলা প্রশাসনের আধিকারীকরা ইতিমধ্যেই অয়নের কাজ দেখে প্রসংশা করেছেন। হুগলির আরামবাগ মহকুমা বন্যাপ্রবণ এলাকা। ফি বছরই এখানে বন্যা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, এই ডিভাইসকে বন্যা নিয়ন্ত্রণে কাজে লাগানো হতে পারে। তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই ডিভাইসের সৃষ্টিকর্তা চন্দননগরের অয়ন কী বললেন?তাঁর কথায়, বাঁধগুলো থেকে নিয়ন্ত্রিত জল ছাড়তে খুবই কার্যকরি হবে এই ফ্লাড মনিটারিং সিস্টেম। এই ডিভাইস যদি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে লাগে তবে খুশি হবেন অয়ন।
১৬ বছরেই বিয়ে দিয়ে দিচ্ছিল বাড়ির লোক! সটান পঞ্চায়েতের দুয়ারে রানিগঞ্জের নাবালিকা