
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচে এদেশেও তেলের দাম হু হু করে বাড়ছে। রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেড়ে প্রায় হাজার ছুঁয়েছে। এতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সেই নিয়েই প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূলের (TMC) কর্মী সমর্থকরাও। শনিবার চুঁচুড়া আখন বাজারে গ্যাস অফিসের সামনে প্রতীকি প্রতিবাদ জানায় তৃণমূল। রাস্তার ওপর উনুন বসিয়ে কাঠের জালে রান্না করেন চুঁচুড়ার (Hooghly) বিধায়ক অসিত মজুমদার।
আরও পড়ুন: মোদী সরকারের বিরুদ্ধে ডাকা ধর্মঘটে রাজ্য সচল রাখতে তৎপর নবান্ন
অভিযোগ, পাঁচ রাজ্যের ভোট মিটতেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার। সে নিয়ে বড়বাজারে এদিন দুটি পেট্রোল পাম্পের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল।
বিধায়কের অভিযোগ, কেন্দ্র সরকার তেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে আর পশ্চিমবঙ্গের জন্য সরকারি বরাদ্দ কমছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সমস্ত জিনিসের দাম এতটাই বাড়ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।