
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: বিউটি পার্লারের (Beauty Parlour) আড়ালে চলত রমরমিয়ে দেহব্যবসা (Honey Trap)। বৃহস্পতিবার বিকেলে বারুইপুরের (Baruipur) এক বিউটি পার্লারের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। সেখান থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
বারুইপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বিউটি পার্লারের ঘটনা। সেখানে হঠাৎ হানা দিয়ে পুলিশ দেহব্যবসা সংক্রান্ত কিছু জিনিসপত্র ও মাদক উদ্ধার করেছে। পুলিশ ওই পার্লারের মালিক ও ম্যানেজারসহ আরও তিন জন মহিলাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিকের বাড়ি বারুইপুরে। আর গ্রেফতার করা বাকিদের বাড়ি সোনারপুর ও মগরাহাটে।
ধৃতদের বিরুদ্ধে প্রিভেনশন অফ ইনফর্মাল ট্রাফিক অ্যাক্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহাকুমা আদালতে তুলবে পুলিশ।
ডিউটির লাঠি দিয়েই স্ত্রীকে পিটিয়ে মারল পুলিশ স্বামী! গলা টিপে ঝুলিয়ে দিল গাছে, নৃশংস কাণ্ড মালদহে