
দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হকি (Hockey) ইন্ডিয়ার জন্য অ্যাডমিনস্ট্রেটর কমিটি নিয়োগ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতিদের বক্তব্য, হকি (Hockey) ইন্ডিয়ার লাইফ প্রেসিডেন্ট ও লাইফ মেম্বাররা যে প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন, তা বেআইনি। বিচারপতি নাজমি ওয়াজিরি ও বিচারপতি স্বর্ণকান্ত শর্মাকে নিয়ে গঠিত বেঞ্চ বুধবার মন্তব্য করে, যে স্পোর্টস ফেডারেশনের সংবিধান সরকারি বিধি অনুযায়ী তৈরি হয়নি, তা সরকারের অনুমোদন পেতে পারে না। লাইফ প্রেসিডেন্ট, লাইফ মেম্বার ও ম্যানেজিং কমিটির সিইও-র পদ অবৈধ।
গত ১৮ মে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বনাম রাহুল মেহরা মামলায় রায় দেয় সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গতি রেখে দিল্লি হাইকোর্ট এদিন হকি (Hockey) নিয়ে রায় দিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্যও অ্যাডমিনস্ট্রেটর কমিটি নিয়োগ করেছে শীর্ষ আদালত। সেই কমিটি ভোটের ব্যবস্থা করবে। তারপর ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত কমিটির কাছে।
আরও পড়ুন : Kohli Out: বিরাট ফিরলেন, ব্যাটিং গুরুর সঙ্গে জুটি বেঁধে ইডেন জমালেন রজত