
মাঘী পূর্ণিমায় রাজরাজেশ্বরীর আরাধনা, শতাব্দী প্রাচীন এই পুজোয় মাতল নদিয়ার কালীগঞ্জ
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজরাজেশ্বরীর আরাধনায় ( Rajrajeswari Puja ) মাতল নদিয়ার কালীগঞ্জ। উৎসবের আবহ গোটা এলাকায়। কাশীতে হয় রাজরাজেশ্বরী পুজো। বাংলায় হয় নদিয়ার কালীগঞ্জে। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে উৎসাহের অন্ত নেই কল্যাণী ব্লকের শিমুরালি কালীগঞ্জে। মাঘী পূর্ণিমায় নিষ্ঠা সহকারে আজও রাজরাজেশ্বরী পুজো হয়। আগে এক মাস ধরে মেলা চলত। এখন হয় সাতদিন।
এলআইসির অফিসারদের গ্রেফতারের দাবি তৃণমূলের, আদানিকে ঋণ দিয়েছ কেন?