Latest News

পদ্মার ইলিশ ঢুকছে মঙ্গলে, পুজোর আগে সুখবর

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরসুম মানেই বাঙালি কাছে উৎসবের আমেজ। সেই উৎসবে পাতে ইলিশ মাছ (Hilsa) থাকবে না তা কি হয়? ভোজনরসিক বাঙালিদের জন্য ওপার বাংলা থেকে উপহার হিসেবে ইলিশ আসছে এপার বাংলায় (Hilsa Export from Bangladesh)!

গোটা সেপ্টেম্বর মাস জুড়েই ধাপে ধাপে এপার বাংলায় ঢুকবে পদ্মার ইলিশ। গতকাল বাংলাদেশ (Bangladesh) সরকারের বাণিজ্য মন্ত্রক ইলিশ রফতানির অনুমতি দেওয়ার পর থেকেই খুশির হাওয়া মাছ ব্যবসায়ীদের মধ্যে। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে চলতি বছরে ২৪৫০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারবেন এপার বাংলার ব্যবসায়ীরা।

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে সেই আমদানির কাজ। প্রথমদিনেই সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে ইলিশ ঢুকবে ১০০-১৫০ মেট্রিক টন। এরপর প্রতিদিন কমবেশি এই পরিমাণ মাছ আসবে।

ফিস ইমপোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, ‘বাংলাদেশ সরকার এখনও ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বিশেষ নির্দেশে গত তিনবছর ধরে পুজোর আগে ইলিশ আসছে। আমরা চাই বাংলাদেশ সরকার পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে দিক। তাহলে সারা বছর ইলিশ আমদানি করা যাবে।’

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে কলকাতার বাজারে ইলিশ আসা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ফলে খাদ্যরসিক বাঙালির পাতে পদ্মা অথবা মেঘনার ইলিশ থাকতই না। তবে গত তিনবছর ধরে পুজোর সময় কিছু পরিমাণ ইলিশ রফতানির করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

এদিকে তিনদিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। একাধিক কর্মসূচির মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আছে বিশেষ বৈঠক। হাওড়ার ব্যবসায়ীরা আশা করেছেন, এই সফরের ফলে দুই দেশের সম্পর্ক আরও ভাল হবে। ফলে এপার বাংলার বাঙালিদের আবেগের কথা মাথায় রেখে ইলিশ রফতানির ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবেন হাসিনা।

গাড়ি খারাপ হয়ে পড়ে মাঝপথেই, হাসপাতালে নিয়ে গিয়েও মৃত্যু হল ক্যানিংয়ের যুবকের

You might also like