
‘মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন’, আনিসের পরিবারের উদ্দেশে মমতার মন্ত্রী
মঙ্গলবার হাইকোর্টে কর্নাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি খানিক অন্য কথা বললেন। তিনি জানালেন, কর্নাটকে স্কুল বা কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়নি। কেবল ক্লাসরুমের মধ্যে, ক্লাস চলাকালীন ধর্মীয় পোশাক পরতে নিষেধ করা হয়েছে। হিজাব পরা বাধ্যতামূলকও নয় বলে জানিয়েছেন তিনি।
কর্নাটক সরকারের তরফে এদিন উচ্চ আদালতে বলা হয় হিজাব নিষিদ্ধকরণ নিয়ে কোনও ধর্মীয় বৈষম্য করা হয়নি। কলেজ বা স্কুলের ক্যাম্পাসে হিজাব কেউ চাইলেই পরত পারে। ক্লাস চলাকালীন কিংবা ক্লাসরুমের ভিতরে নিষেধাজ্ঞা জারির বিধান আগে থেকেই আছে। সেটাই অনুসরণ করতে বলা হয়েছে।
সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল এও বলেন কর্নাটক এডুকেশনাল ইনস্টিটিউট রুলস নিয়ে একটি নিয়ম চালু রয়েছে যাতে বলা হয় মাথার স্কার্ফ পরা যাবে না। সেটা প্রতিষ্ঠানের নিয়মনীতির আওতায় পড়ে। হাইকোর্টে হিজাব মামলার জল আর কতদূর গড়ায় সেটাই এখন দেখার।