Latest News

ক্যাম্পাসে নয়, শুধু ক্লাসরুমে নিষিদ্ধ হিজাব! হাইকোর্টে বলল কর্নাটক সরকার

দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্কে (Hijab row) তোলপাড় কর্নাটক (Karnataka)। ক্লাসরুমে হিজাব (Headscarf) পরা নিয়ে বিতর্কে চরমে উঠেছে। হাইকোর্ট (HC) বলেছে, যতদিন না এই হিজাব মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসা যাবে না। এদিকে হিজাব না পরে পড়তে আসতে নারাজ ইসলাম ধর্মাবলম্বী অনেক ছাত্রীই, ফলে বিতর্ক দানা বাঁধছিল।

‘মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন’, আনিসের পরিবারের উদ্দেশে মমতার মন্ত্রী

মঙ্গলবার হাইকোর্টে কর্নাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি খানিক অন্য কথা বললেন। তিনি জানালেন, কর্নাটকে স্কুল বা কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়নি। কেবল ক্লাসরুমের মধ্যে, ক্লাস চলাকালীন ধর্মীয় পোশাক পরতে নিষেধ করা হয়েছে। হিজাব পরা বাধ্যতামূলকও নয় বলে জানিয়েছেন তিনি।

কর্নাটক সরকারের তরফে এদিন উচ্চ আদালতে বলা হয় হিজাব নিষিদ্ধকরণ নিয়ে কোনও ধর্মীয় বৈষম্য করা হয়নি। কলেজ বা স্কুলের ক্যাম্পাসে হিজাব কেউ চাইলেই পরত পারে। ক্লাস চলাকালীন কিংবা ক্লাসরুমের ভিতরে নিষেধাজ্ঞা জারির বিধান আগে থেকেই আছে। সেটাই অনুসরণ করতে বলা হয়েছে।

সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল এও বলেন কর্নাটক এডুকেশনাল ইনস্টিটিউট রুলস নিয়ে একটি নিয়ম চালু রয়েছে যাতে বলা হয় মাথার স্কার্ফ পরা যাবে না। সেটা প্রতিষ্ঠানের নিয়মনীতির আওতায় পড়ে। হাইকোর্টে হিজাব মামলার জল আর কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like