Latest News

ফের হিজাব বিতর্ক কর্ণাটকের কলেজে, প্রতিবাদে ছাত্রীদের পাশে ছাত্ররা

দ্য ওয়াল ব্যুরো: হিজাব পরায় কলেজে ঢুকতে দিতে নারাজ কলেজ কর্মী। তাঁর বক্তব্য, যদি ছাত্রীরা হিজাব মাথা থেকে সরায়, তবেই মিলবে কলেজে ঢোকার অনুমতি। আর ছাত্রীদের দাবি, হিজাব পরে কলেজে ক্লাস করার অধিকার আছে তাঁদের। এই দাবি নিয়ে উত্তাল হয়ে ওঠে কর্ণাটকের এক কলেজ।

জানা গেছে, ৪০ জনের বেশি পড়ুয়া হিজাব পরে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু গেটে থাকা কর্মী তাঁদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। হিজাব খুললেই ভেতরের ঢুকতে দেওয়া হবে। ঘটনাটি ঘটেছে রাজ্যের কুন্দপুরের কর্ণাটকের ভান্ডারকারস আর্টস ও সায়েন্স ডিগ্রি কলেজে।

উপস্থিত ছাত্রীদের বয়েস ১৮-২০-এর মধ্যে। তাঁরা এই ঘটনার প্রতিবাদ শুরু করেন কলেজ গেটের সামনেই। তাঁদের দাবি, কর্তৃপক্ষ কেন হিজাব নিষেধ করছেন, যেখানে নিয়মে বাধা নেই।

কলেজের এক নির্দেশিকা বইয়ে আছে যে, ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারে, তবে সেই স্কার্ফের রঙ যেন ওড়নার রঙের সঙ্গে মিল হয়। কলেজ সহ ক্যাম্পাসের মধ্যে কোনও শিক্ষার্থীকে অন্য কোনও কাপড় ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিন কলেজ গেটের বাইরে এই ঘটনার প্রতিবাদে ছাত্রীদের পাশে দাঁড়ায় ছাত্ররা। বেশকিছু ছাত্রকে প্রতিবাদে সামিল হতে দেখা গেছে। এই ঘটনা নতুন নয়।গতকালই এই জেলারই অন্য একটি কলেজে একই কাণ্ড দেখা গেছে।

দেখা গেছে, ওই কলেজে একদল হিজাব পরা ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান। এবং ক্লাসে ঢোকার অনুমতি দেওয়ার জন্য ছয় ঘন্টা দাঁড়িয়ে থাকেন তাঁরা। এছাড়াও, জুনিয়র পিউ নামে একটি কলেজ মাত্র দু’দিন আগে হিজাব পরে ক্লাস করার অনুমতি দিয়েছে। সেই সময়, একদল ছাত্র সেই ছাত্রীদের সঙ্গে ঘটা ঘটনার প্রতিবাদে গায়ে শাল জড়িয়ে কলেজে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতেও সেদিন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে, হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে দিতে তাদের আপত্তি নেই।

You might also like