
ভবানীপুরে ফল ঘোষণার পর দিনই বাংলা থেকে আর একটি আসনে ভোট
সোমবার নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, নিযুক্ত সিক্ষকদের তালিকা দেখেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল কিনা তা বিচার করবে উচ্চ আদালত।
উল্লেখ্য, প্রাতমিক শিক্ষা সংসদের ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় ১৫ হাজার জনকে নিয়োগ করা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তাঁদের মধ্যে অন্তত ১২ জন এ্মন আছেন যাঁদের উপযুক্ত যোগ্যতার কোনও নথি নেই। এই বিষয়টি আদালতের নজরে এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। একে জনস্বার্থ মামলার তকমা দেন বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়।
দুর্নীতির অসংখ্য অভিযোগ আছে প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। টেটের উপযুক্ত নথি দেখাতে না পারায় এক প্রাথমিক শিক্ষককে বরখাস্তও করা হয়েছিল। এমন ১২ জন শিক্ষকের নিয়োগ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই এদিন সংসদের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ২২ সেপ্টেম্বরের মধ্যে নিযুক্ত শিক্ষকদের তালিকা জমা দিতে বলা হয়েছে। ২৪ তারিখ মামলার পরবর্তী শুনানি।