
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচন নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Highcourt)। আজ মঙ্গলবার তার রায় দিল উচ্চ আদালত। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন যথাসময়েই হবে। তাতে কোনও বাধা নেই।
ভবানীপুরের উপনির্বাচনের প্রেস বিজ্ঞপ্তির কিছু অংশ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভবানীপুরে ভোট না হলে তা সাংবিধানিক সংকট। এই অংশে আপত্তি তোলা হয়েছিল। হাইকোর্টও এর সমালোচনা করেছে। রাজ্যের বাকি কেন্দ্রগুলিতে উপনির্বাচন না হলে কি তা সাংবিধানিক সংকট হবে না? প্রশ্ন উঠেছিল। কিন্তু এদিন আদালত ভবানীপুরের ভোটে বাধা দেয়নি।
মঙ্গলবারই কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার, জিগনেশ মেওয়ানি
ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু তিনি ইস্তফা দেন। কেন একজন জয়ী প্রার্থী কোনও কারণ ছাড়া এভাবে ইস্তফা দিলেন, তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। এদিন আদালত জানিয়েছে এই উপনির্বাচন খামখেয়ালিপনায় হচ্ছে। তাই তার খরচ তাকেই বহন করতে হবে। কে খরচ বহন করবে তা নিয়ে মামলার শুনানি হবে আগামী ১৭ নভেম্বর।